Trump-Apple | বিক্রি করতে হবে 'মেড ইন আমেরিকা' iPhone! অ্যাপলের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের!
Friday, May 23 2025, 2:13 pm
Key Highlightsট্রাম্প লেখেন, আমেরিকায় তৈরি না করে সেই আইফোন মার্কিন মুলুকে বিক্রি করলে অ্যাপলের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে।
অ্যাপলকে শুল্ক নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমেরিকায় তৈরি না করে সেই আইফোন মার্কিন মুলুকে বিক্রি করলে অ্যাপলের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। ট্রাম্পের কথায়, ‘আমি দীর্ঘ সময় আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছিলাম যে, আমেরিকায় তৈরি আইফোনই আমেরিকায় বিক্রি হবে, এমনটাই আমার প্রত্যাশা। ভারতে বা অন্যত্র তৈরি হবে না। কিন্তু তা যদি না হায় সেক্ষেত্রে অন্তত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে অ্যাপলের উপরে।’ ট্রাম্পের এই পোস্টের পরই অ্যাপলের শেয়ার পড়ে গিয়েছে ২.৫ শতাংশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্যবসা বাণিজ্য
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- অ্যাপল
- আইফোন

