আন্তর্জাতিক

Los Angeles | লস অ্যাঞ্জেলসকে বিদেশীমুক্ত করতে বদ্ধপরিকর ট্রাম্প! শহরে জারি কারফিউ

Los Angeles | লস অ্যাঞ্জেলসকে বিদেশীমুক্ত করতে বদ্ধপরিকর ট্রাম্প! শহরে জারি কারফিউ
Key Highlights

ডোনাল্ড ট্রাম্পের আবাসন নীতির প্রতিবাদে বিদ্রোহের আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলস। এই বিদ্রোহ দমনে শহরে সেনা নামানোর পাশাপাশি এবার কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে শুক্রবার থেকেই উত্তেজিত লস অ্যাঞ্জেলস। রবিবার কয়েক হাজার আন্দোলনকারী রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দমন করতে সেনা নামানো হয় রাস্তায়। শহরজুড়ে কারফিউ জারি করেছে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিলেন, ‘মাত্র কয়েক দশকের ব্যবধানে লস অ্যাঞ্জেলস পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলির পরিবর্তে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। পুরো এলাকা এখন আন্তঃজাতিক গ্যাং এবং অপরাধী নেটওয়ার্কের নিয়ন্ত্রণে। লস অ্যাঞ্জেলসকে বিদেশিমুক্ত করবই।’