Donald Trump | শুল্কের পর শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প, ২৫% শুল্ক চাপালেন অ্যালুমিনিয়াম আমদানিতে

আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসার পর থেকেই শুল্কযুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। একের পর এক দেশের উপরে আমদানি শুল্ক চাপাচ্ছেন।
গদিতে বসে একের পর এক শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প। আগেই তিনি ঘোষণা করেছিলেন অন্যান্য দেশ আমেরিকার থেকে যে হারে শুল্ক নেয়, সেই হারেই তাঁদের পণ্যের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক বসাবে আমেরিকা। সেটাই কার্যকর লড়লেন ট্রাম্প। যেকোন ধাতু আমদানিতে শুল্ক লাগে আমেরিকায়। এবার অন্যান্য দেশ থেকে আমদানি হওয়া স্টিল ও অ্যালুমিনিয়াম উপরে ২৫ শতাংশ শুল্ক চাপালেন তিনি। এর ফলে বিপাকে পড়তে চলেছে কানাডা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ইত্যাদি দেশ।