Donald Trump । দোষী, কিন্তু পেলেননা সাজা, পর্ন তারকাকে ঘুষকাণ্ডে নিঃশর্ত মুক্তি পেলেন ট্রাম্প
পর্ন তারকাকে মুখ বন্ধ করতে দেওয়া ঘুষের মামলায় বিনাশর্তে মুক্ত হলে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর দশ দিন পর আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন রিপাবলিকান নেতা।
সম্প্রতি আমেরিকার সর্বোচ্চ নির্বাচনে জনগণের রায়ের ভিত্তি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় পর্ন তারকার স্টর্মির সঙ্গে হওয়া শারীরিক সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে তারকাকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। সেই মামলার রায় ঘোষণা করেছে আদালত। মামলায় বিনাশর্তে মুক্তি দেওয়া হয়েছে তাঁকে। ১০ দিনের মাথায় প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন তিনি।প্রেসিডেন্টের প্রতিষ্ঠান ও সরকারের কার্যক্রম অনুযায়ী এ মামলায় সর্বোচ্চ সাজা নিঃশর্ত মুক্তি।