Trump-Zelensky | পাবেন না ন্যাটোর সদস্যপদ,ক্রিমিয়া! বৈঠকের আগেই ইউক্রেনের আশা ভাঙলেন ট্রাম্প!

হোয়াইট হাউসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন ট্রাম্প।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সম্প্রতি আলাস্কাতে বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। যুদ্ধবিরতি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত না নেওয়া হলেও, ওই বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানান দুই রাষ্ট্রপ্রধান। এরপরই হোয়াইট হাউসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন ট্রাম্প। তবে সেই বৈঠকের আগেই ইউক্রেনের আশা ভেঙে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, ইউক্রেন রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া ফিরিয়ে নিতে পারবে না এবং অদূর ভবিষ্যতে ন্যাটোর সদস্যপদও পেতে পারবে না।