Donald Trump | ভারতবিরোধী ডেমোক্র্যাটিক ইলহান ওমরকেও ‘নোংরা আবর্জনা’ বলে কটাক্ষ ট্রাম্পের!
Wednesday, December 3 2025, 4:17 am
Key Highlightsমঙ্গলবার ট্রাম্প সোমালিয়ার অভিবাসীদের ‘আবর্জনা’ বলে কটাক্ষ করেন।
মঙ্গলবার সোমালিয়ার অভিবাসীদের কটাক্ষ করে ট্রাম্প বলেন, ‘ওদের দেশে (সোমলিয়ায়) কিছু নেই। একে অন্যকে মেরে বেড়ায়। দেশটার কোনও মান-ইজ্জত নেই। সোমালিদের এখানে রাখার কোনও মানে হয় না।’ ভারতবিরোধী ডেমোক্র্যাটিক ইলহানকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ইলহান একটা আবর্জনা। তাঁর বন্ধুরাও ওই রকম। তাঁদের যেখানে জন্ম হয়েছে, সেখানেই ফিরে যাওয়া উচিত। আগে সেই দেশাকে ঠিক করুক। তার পরে আমেরিকাকে নিয়ে ভাববে।’ সমাজসেবার নামে প্রায় ১ বিলিয়ন ডলার প্রতারণার অভিযোগ উঠেছে সোমালি আমেরিকানদের বিরুদ্ধে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ডোনাল্ড ট্রাম্প
- donald trump
- আমেরিকা

