H-1B Visa | ‘ফি ফতোয়া’-তে স্বস্তি ভারতীয়দের, H-1B ভিসা-খরচ কমালেন ট্রাম্প প্রশাসন
Wednesday, October 22 2025, 5:43 am
Key Highlightsএইচ১বি ভিসা হোল্ডারদের ইউএস থেকে বাইরে যাওয়া এবং ইউএস ফেরার ক্ষেত্রেও ফি সংক্রান্ত কোনও বাধা বা জটিলতা থাকছে না।
১৯ সেপ্টেম্বর আচমকাই এইচ১বি ভিসার ফি ১৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লক্ষ ডলার করে ট্রাম্প প্রশাসন। মাথায় হাত পড়েছিল আমেরিকায় বসবাসকারী প্রচুর ভারতীয় চাকরিজীবীর। এদিন ভারতীয় সময়, মঙ্গলবার ভারে ইউএস সিটিজ়েনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এক বিজ্ঞপ্তিতে জারি করে জানিয়েছে, যারা এফ১ এবং এল১ ভিসা নিয়ে আমেরিকায় রয়েছেন, তাঁরা এইচ১বি ভিসার আবেদন করলে কোনও ফি দিতে হবে না। এইচ১বি ভিসা রিনিউ করাতেও লাগবে না বাড়তি ফি। US থেকে বাইরে যাওয়া এবং ফেরার ক্ষেত্রেও ফি সংক্রান্ত বাধা বা জটিলতা থাকছে না।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- মার্কিন যুক্তরাষ্ট্র
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- এইচ-১বি ভিসা
- ভিসা নিষেধাজ্ঞা

