Russia-Ukraine | 'অসাধ্য' সাধন ট্রাম্পের! এক মাসের জন্য যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন!

। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথা মতো দুই দেশই সাময়িকভাবে যুদ্ধ থামাতে রাজি হয়েছে।
অবশেষে যুদ্ধবিরতির ডাক রাশিয়া ও ইউক্রেনের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথা মতো দুই দেশই সাময়িকভাবে যুদ্ধ থামাতে রাজি হয়েছে। হোয়াইট হাউসের তরফে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “দুই দেশ আগে কখনও শান্তির এত কাছাকাছি আসেনি”। আপাতত এক মাসের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। সূত্রের খবর, নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি না হলেও, অসামরিক পরিকাঠামো, জনপদ এবং জ্বালানিক্ষেত্রে আগামী ৩০ দিন হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।