Shantanu Sen | রাজ্যসভার সংসদ থেকে মেডিক্যাল কাউন্সিলের সরকারি পদ, একে একে সব হারাচ্ছেন চিকিৎসক নেতা শান্তনু সেন
Friday, January 24 2025, 2:54 pm
Key Highlightsমেডিক্যাল কাউন্সিলের সরকারি পদ থেকে সাসপেন্ডেড হলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন।
আরজিকর প্রসঙ্গে মুখ খোলার জেরে আগেই হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ। এবার নতুন কোপ পড়লো শান্তনু সেনের উপর। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে সরকারের প্রতিনিধি হিসাবে ছিলেন শান্তনু সেন। এবার সেই পদ থেকে তাঁকে সরিয়ে বসানো হলো অসীম সরকারকে। সাসপেন্ড হওয়ার আগে অবধি শান্তনু সেন ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে যুক্ত ছিলেন। নিজের কাজের দ্বারা সন্তুষ্ট করেছিলেন জনগণকে। কেন এই সাসপেনশনের জানেন না শান্তনু। তবে মুখ্যমন্ত্রীর আদেশ শিরোধার্য, জানিয়েছেন তিনি।
- Related topics -
- রাজ্য
- শান্তনু সেন
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল সাংসদ
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল কর্মী
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ
- সাসপেন্ড
- মমতা ব্যানার্জী

