Bhangar | ভাঙড়ে খুন তৃণমূল নেতা, ঘটনাস্থলে কলকাতা পুলিশ কমিশনার ও বিধায়ক, ছড়াচ্ছে উত্তেজনা
Friday, July 11 2025, 2:59 am
Key Highlightsতৃণমূল নেতা রাজ্জাক খাঁ-কে খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। রাতেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজনৈতিক কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। দ্রুত তৃণমূল নেতাকে জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাতেই ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শুরু হয়েছে তদন্ত। তৃণমূলের ভাঙড় পর্যবেক্ষক ও বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, এ ঘটনায় আইএসএফ (ISF)এর হাত রয়েছে। অভিযোগ অস্বীকার করেছে ISF।

