কলকাতায় আদিবাসী সম্মেলনে যেতে পর্যাপ্ত বাস না মেলায় বাঁকুড়ার রাইপুরে পথ অবরোধ সাঁওতাল সংগঠনের

Thursday, December 21 2023, 2:26 pm
কলকাতায় আদিবাসী সম্মেলনে যেতে পর্যাপ্ত বাস না মেলায় বাঁকুড়ার রাইপুরে পথ অবরোধ সাঁওতাল সংগঠনের
highlightKey Highlights

কলকাতায় আদিবাসী সম্মেলনে যোগ দিতে রাজ্য পরিবহণ দফতরে বাসের জন্য আবেদন করা হয়েছিল। টাকা দেওয়া সত্ত্বেও পর্যাপ্ত বাস না মেলার অভিযোগে বাঁকুড়ার রাইপুরে পথ অবরোধ সাঁওতাল সংগঠনের। রানি রাসমনি রোডে আজ আদিবাসীদের সম্মেলনে যোগ দিতে, রাজ্য পরিবহণ দফতরের কাছে ৫৬টি বাস দেওয়ার আবেদন জানায় সাঁওতাল সংগঠন। অভিযোগ, বুকিংয়ের টাকা জমা দেওয়া সত্ত্বেও এদিন ভোরে মাত্র ১৪টি বাস দেওয়া হয়। প্রতিবাদে সকাল সাড়ে ৭টা থেকে রাইপুরের কাছে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন সাঁওতাল সংগঠনের সদস্যরা। সংগঠনের তরফে চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File