Donald Trump | 'মেয়েদের খেলা শুধুমাত্র মেয়েদেরই'! রূপান্তরকামীরা আর অংশ নিতে পারবেন না মহিলাদের খেলায়! কড়া পদক্ষেপ ট্রাম্পের!
Thursday, February 6 2025, 7:27 am
Key Highlightsএবার থেকে রূপান্তরকামীরা আর অংশ নিতে পারবেন না মহিলাদের খেলায়।
যেমন কথা তেমন কাজ! মার্কিন প্রেসিডেন্টের আসনে বসে ডোনাল্ড ট্রাম্প সাফ বলেছিলেন, আমেরিকায় থাকবে দুটি লিঙ্গই। সেই মতো ট্রাম্প সরকার জানিয়ে দিলো, এবার থেকে রূপান্তরকামীরা আর অংশ নিতে পারবেন না মহিলাদের খেলায়। বুধবার হোয়াইট হাউসের তরফে নির্বাহী আদেশে স্বাক্ষর করে ট্রাম্প বলেন, “মেয়েদের খেলা শুধুমাত্র মেয়েদেরই। পুরুষদের দ্বারা তাঁদের প্রতারিত করতে দেব না।' মার্কিন প্রেসিডেন্টের কথায়, যে সমস্ত পুরুষ নারীসত্ত্বা গ্রহণ করেছেন বা রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তারা আদতে পুরুষ।

