Train blockade | অবরোধের জেরে কাকদ্বীপ-নামখানা-লক্ষ্মীকান্তপুর শাখায় বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তি নিত্যযাত্রীদের
Wednesday, April 16 2025, 5:32 am

বুধবার সকাল আটটা থেকে শিয়ালদহ দক্ষিণের একাধিক শাখায় থমকে গিয়েছে ট্রেন চলাচল।
অবরোধের জেরে বুধবার সকাল আটটা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় রুদ্ধ ট্রেন চলাচল। অবরোধকারীদের অভিযোগ, প্রত্যেকটি ট্রেনে বাড়ানো হয়েছে মহিলা কামরার সংখ্যা। ১২ বগির ট্রেনে আগে ২টি মহিলা কামরা থাকত। বর্তমানে তা বাড়িয়ে ৪টি করা হয়েছে। তার সঙ্গেই রয়েছে ২টি ভেন্ডার কামরা। ফলে পুরুষদের জন্যে রয়েছে মোট ৬টি কামরা। অবরোধকারীদের অভিযোগ, কর্মস্থলে পৌঁছনো, ট্রেন ধরার সময়সূচি ইত্যাদিতে সমস্যা হচ্ছে পুরুষযাত্রীদের। এর জেরে কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে বন্ধ রয়েছে লোকাল ট্রেন।
- Related topics -
- রাজ্য
- ট্রেন
- লোকাল ট্রেন
- রেল অবরোধ
- ট্রেন অবরোধ
- শিয়ালদহ