দেশ

Mumbai Local Train | মাত্রারিক্ত ভিড়ে রেল লাইনে পড়ে মৃত্যু অন্তত ৫ জনের! মুম্বইয়ের লোকাল ট্রেনে মর্মান্তিক দুর্ঘটনা!

Mumbai Local Train | মাত্রারিক্ত ভিড়ে রেল লাইনে পড়ে মৃত্যু অন্তত ৫ জনের! মুম্বইয়ের লোকাল ট্রেনে মর্মান্তিক দুর্ঘটনা!
Key Highlights

ট্রেনে এতটাই ভিড় ছিল যে রীতিমতো ট্রেনে পা রাখার জায়গা ছিল না, হাতল ধরে শূন্যে ঝুলছিলেন অনেক যাত্রী।

সপ্তাহের প্রথম দিন মুম্বইয়ের লোকাল ট্রেনে মর্মান্তিক দুর্ঘটনা! প্রবল ভিড়ের চাপে রেল লাইনে পরে গেলেন একাধিক যাত্রী! দুর্ঘটনায় মৃত্যু অন্তত পাঁচ জনের! এদিন সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের দিকে যাচ্ছিল ভিড়ে ঠাসা একটি লোকাল ট্রেন। সেই ট্রেনে এতটাই ভিড় ছিল যে রীতিমতো ট্রেনে পা রাখার জায়গা ছিল না, হাতল ধরে শূন্যে ঝুলছিলেন অনেক যাত্রী। ওই অবস্থায় প্রবল ভিড়ের চাপে চলতে চলতেই রেল লাইনে পড়ে যান অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। তার মধ্যে ৫ যাত্রীর মৃত্যু হয়। প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ বছর।