Second Hooghly Bridge | দ্বিতীয় হুগলি সেতুতে হবে যান চলাচল নিয়ন্ত্রণ! কোন কোন গাড়ি উঠতে পারবে না ব্রিজে?
Tuesday, August 12 2025, 5:09 pm
Key Highlightsরবিবার থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে শহর কলকাতার গুরুত্বপূর্ণ সেতু, বিদ্যাসাগর সেতুতে।
যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে শহর কলকাতার গুরুত্বপূর্ণ সেতু, বিদ্যাসাগর সেতুতে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী বৈঠক করে জানান, রবিবার থেকে সকাল ছ’টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ভারী ও পণ্যবাহী গাড়ি আপাতত চলবে না সেখান থেকে। কলকাতা থেকে ১২ নম্বর জাতীয় সড়কমুখী পণ্যবাহী গাড়িগুলিকে টালা সেতু, বিটি রোড এবং নিবেদিতা সেতু হয়ে চলাচল করতে হবে। তবে কিছু কিছু গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- হাওড়া জেলা
- দ্বিতীয় হুগলি সেতু
- কলকাতা পুলিশ

