Radar ‘Ashwini’ | দেশীয় রাডার দিয়েই লক্ষ্যবস্তু ট্র্যাক! DRDO-কে 'অশ্বিনী' তৈরির বরাত দিলো প্রতিরক্ষা মন্ত্রক

Thursday, March 13 2025, 4:26 am
highlightKey Highlights

'অশ্বিনী' রাডার মনুষ্যবিহীন আকাশযান ও হেলিকপ্টারের মতো ধীর গতির লক্ষ্যবস্তুতে দ্রুতগতির যুদ্ধবিমানকে ট্র্যাক করতে সক্ষম।


এবার দেশীয় রাডার দিয়েই উচ্চ গতির যুদ্ধবিমান, মনুষ্যবিহীন আকাশযান এবং হেলিকপ্টারের মতো ধীর গতির লক্ষ্যবস্তু ট্র্যাক করবে ভারত। বুধবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রক 'অশ্বিনী' নামের নিম্নস্তরের পরিবহনযোগ্য রাডার কিনতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) এর সঙ্গে ২,৯০৬ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। সম্পূর্ণ দেশীয় ভাবে রাডারটি বানিয়েছে ডিআরডিওর অধীনস্থ বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স অ্যান্ড রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট। এটিই এই রাডারের প্রথম অর্ডার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, নিম্নস্তরের পরিবহনযোগ্য এই রাডার আইএএফের অপারেশনাল প্রস্তুতি বাড়াবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File