Arijit Singh | কিংবদন্তি অজয় পোহানকর-এর পা ছুঁয়ে প্রণাম, অরিজিতের সারল্যে মুগ্ধ নেটদুনিয়া
Wednesday, March 19 2025, 4:39 am

পুণের শোয়ের পর অরিজিৎ দেখা করতে গিয়েছিলেন কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অজয় পোহানকর এর সঙ্গে। কিংবদন্তির পায়ের কাছে হাঁটুগেড়ে বসে, পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি।
অরিজিৎ সিং, এই মুহূর্তে বলিউডের সবথেকে নামী ও দামি প্লেব্যাক সিঙ্গার তিনি। তবে ব্যক্তিগত জীবনে তিনি এখনও জিয়াগঞ্জের এক মেধাবী বিনয়ী ছেলে মাত্র। সাফল্যের মধ্যগগনেও তিনি মাটিতে পা রেখে চলেন। সম্প্রতি অরিজিৎ সিংয়ের পুণের শোতে আরও একবার তার প্রমান পাওয়া গেলো। পুনেতে শো শেষে অরিজিৎ কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অজয় পোহানকরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শোয়ের পোশাকেই কিংবদন্তির পায়ের কাছে হাঁটুগেড়ে বসে, পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি।
- Related topics -
- বিনোদন
- অরিজিৎ সিং
- মুর্শিদাবাদ
- পুনে