Vande Bharat | দেশজুড়ে চলবে মোট ২০০ বন্দে ভারত স্লিপার ট্রেন! তৈরী হচ্ছে ১০টি স্লিপার ট্রেন
রেল কর্তৃপক্ষের পরিকল্পনা, দেশজুড়ে মোট ২০০ বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর।
ডিসেম্বর পর্য়ন্ত গোটা দেশে চলছে ১৩৬টি বন্দে ভারতে ট্রেন। তবে রেল কর্তৃপক্ষের পরিকল্পনা, দেশজুড়ে মোট ২০০ বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর। মাঝারি পাল্লার দূরত্বের জন্য এই স্লিপার চালাবে রেল। সেই লক্ষ্যই আপাতত ১০টি স্লিপার ট্রেন তৈরি হচ্ছে। জানা যাচ্ছে সেই ট্রেনটি রিসার্চ ডিজাইন স্টান্ডার্ড অরগানাইজেন বা RDSOর তত্বাবধানে ট্রায়াল রানের জন্য দৌড়বে। জানা যাচ্ছে ওই ট্রায়াল রান হবে মধ্যপ্রদেশের খাজুরাহ থেকে। ট্রেনের সহ্য ক্ষমতা, কম্পন মাত্রা ও এর ডায়নামিক পারফরমেন্স দেখার জন্যই এই ট্রায়াল রান করা হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- বন্দে ভারত