Indian Citizen | ৮৬ টি দেশে জেলে বন্দি মোট ১০,১৫২ ভারতীয়! সবচেয়ে বেশি বন্দি কোন দেশে?

Friday, February 14 2025, 6:17 pm
highlightKey Highlights

গোটা বিশ্বের ৮৬ টি দেশে জেলে রয়েছেন মোট ১০,১৫২ জন ভারতীয় নাগরিক!


গোটা বিশ্বের ৮৬ টি দেশে জেলে রয়েছেন মোট ১০,১৫২ জন ভারতীয় নাগরিক! বৃহস্পতিবার সংসদে তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলের এক প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন জানান, সৌদি আরবের জেলে বর্তমানে ২,৬৩৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২,৫১৮ জন, নেপালে ১,৩১৭,মালয়েশিয়ায় ৩৩৮ জন, যুক্তরাজ্যে ২৮৮ জন, পাকিস্তানে ২৬৬ জন, চিন ১৭৩ জন, মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬৯ জন, ইতালিতে ১৬৮ জন ভারতীয় বন্দি আছে। তিনি আরও জানান, এই মোট সংখ্যার মধ্যে ২,৬৮৪ জন ভারতীয় রয়েছেন যারা বিদেশে বিচারের মুখোমুখি হচ্ছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File