শীত মানেই শুষ্ক ত্বক, ক্রিম ব্যবহার করেও তেমন লাভ হচ্ছেনা? এবার কি করবেন চলুন জেনে নেওয়া যাক

Tuesday, December 8 2020, 11:52 am
highlightKey Highlights

শীতকাল মানেই রুক্ষ শুষ্ক ত্বক, তাই আমরা ময়েশ্চারাইজার ব্যবহার করি। কিন্তু তাতেও অনেকের ত্বক সাদা হয়ে যায়, এমনকি রক্ত পর্যন্ত বেরোয়। ডাক্তারদের মতে এগুলো হলে সমস্যাটা ত্বকের ভেতরে। তাই সুন্দর থাকতে ফেস ওয়াশের বদলে কাঁচা দুধ সঙ্গে অল্প বেসন দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়া ভালো। তারপর ভালোভাবে সাবান মেখে স্নান করে অলিভ অয়েল মেখে নিলেই ত্বক অনেকটাই সুন্দর থাকবে। আবার স্নানের পর নারকেল তেল আর অ্যালোভেরা জেল মিশিয়ে মাখলেও ভালো ফল পাওয়া যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File