Achievements of India in 2023 | চন্দ্রযান-৩ এর সফল অবতরণ, জি২০ সামিট-সহ ২০২৩ সালের আর কোন কোন ঘটনায় গর্বিত ভারত?

Sunday, December 31 2023, 6:01 am
highlightKey Highlights

২০২৩ সালে ভারত বিশ্ব দরবারে কেড়েছে নজর। জানুন চন্দ্রযান-৩ এর সফল অবতরণ, দেশে প্রথম জি২০ সামিট, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সম্মান পাওয়া সহ দেশের আর কোন কোন কীর্তির জন্য নজর কেড়েছে ভারত।


'সারে জাহান সে আচ্ছা।.হিন্দুস্তান হামারা..' ২০২৩ সালে যেন গোটা বিশ্বের কাছে এই কথাই প্রমাণ করলো ভারত। 'ডেভেলপিং' কান্ট্রি সকলকে তাক লাগিয়ে বুঝিয়ে দিলো দেশের ক্ষমতা।  রাজনীতি থেকে বিজ্ঞান, খেলা থেকে বিনোদন- সবক্ষেত্রেই বিশ্বসেরাদের সঙ্গে একাসনে বসেছে ভারত। চন্দ্রযানের সফল অবরতণ, জটিল অপারেশন চালিয়ে উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের বের করে আনা থেকে শুরু করে প্রথমবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জয়- বারবার সগর্বে উড়েছে তেরঙ্গা। ২০২৩ সালের শেষ দিনে দেখে নেওয়া যাক ২০২৩ সালে ভারতের শীর্ষ ১০টি অর্জন (Top 10 Achievements of India in 2023) বা ঘটনাবলী যার জন্য গর্বিত সকল ভারতবাসী-গোটা ভারত।

 চন্দ্রযান-৩ :

চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এর সফল অবতরণ ২০২৩ সালে ভারতের শীর্ষ ১০টি অর্জন (Top 10 Achievements of India in 2023) তালিকায় প্রথমে থাকবে সেটাই স্বাভাবিক। দীর্ঘ সময় ধরে  চাঁদ নিয়ে গবেষণা হলেও, তার দক্ষিণ মেরু পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি এর আগে। সেই লক্ষেই ইসরো (ISRO) প্রথমে পাঠিয়েছিল চন্দ্রযান-২কে। তবে সেই মিশন সফল হয়নি। ফলে নানান সমালোচনা শুনতে হয়েছিল ভারতকে। তবে ইসরোর বিজ্ঞানীরা সহজে হার মানারও নয়। ২০২৩ সালে ফের চাঁদের দক্ষিণমেরুর উদ্দেশ্যে পাঠানো হয়  চন্দ্রযান ৩ (Chandrayaan 3)কে। আগস্ট মাসের ২৩ তারিখ সফলভাবে চাঁদের দক্ষিণমেরুতে অবতরণ করে ইসরোর চন্দ্রযান। ইতিহাসে প্রথম দেশ হিসাবে চাঁদের কঠিনতম অঞ্চল দক্ষিণ মেরুতে নিজের ছাপ ফেলে ভারত। পরিকল্পনা মতো সফলভাবে চাঁদের মাটিতে কাজ করেছে ইসরোর তৈরি ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতেও পড়েছে তেরঙ্গার ছাপ। নির্দিষ্ট সময়ের মধ্যে চাঁদ থেকে নানা তথ্য সংগ্রহ করেছে ভারতের তৃতীয় চন্দ্রযান। এই অভিযানের ফলে মহাকাশবিজ্ঞানের ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়েছে ভারতের নাম। খুলে গিয়েছে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জ্ঞানের ভান্ডার।

 এশিয়ান গেমসে সেঞ্চুরি পদক জয় :

২০২৩ সালে ভারতের অর্জন (Achievements of India in 2023) এর মধ্যে আরেক অন্যতম বিষয় হলো ভারতের এশিয়ান গেমসে সেঞ্চুরি পদক জয়। এশিয়ান গেমসে এ বারের স্লোগানই ছিল, ‘ইস বার ১০০ পার’। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ২০২৩ এশিয়ান গেমসে ১০০ পদক ছুঁয়ে ফেলে ভারত। এশিয়ান গেমসের ইতিহাসে এটাই ভারতের সবচেয়ে ভালো পারফরম্যান্স। এর আগে কোনওদিন ৮০র বেশি পদক পায়নি ভারতীয় কনটিনজেন্ট। সবমিলিয়ে চিনের হাংঝৌ থেকে ১০৭ পদক নিয়ে ফিরেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এশিয়ান প্যারা গেমসেও সর্বকালের সেরা পারফরম্যান্স করেছেন ভারতীয়রা। এশিয়ান প্যারা গেমসেও  সেঞ্চুরি পদক জয় করেছে ভারত।

প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেটারদের বিশ্বকাপ জয় :

২০২৩ সালে ভারতীয় মহিলা ক্রিকেটাররা লিখলেন দেশের ইতিহাসে নতুন অধ্যায়। দুর্দান্ত ভারতীয় মহিলা ক্রিকেট ম্যাচ (Indian Women's Cricket Match) এর দাপটে বিশ্বক্রিকেটে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট। জানুয়ারি মাসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতেন রিচা ঘোষ-শেফালি ভার্মারা। তার পরে এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন হরমনপ্রীত কৌররা। বছরের শেষ দিকে এশিয়ান গেমসেও সোনা আসে ভারতীয় মহিলা ক্রিকেট ম্যাচ (Indian Women's Cricket Match) থেকে। প্রথমবার এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত হয়েছিল মহিলাদের ক্রিকেট। সেখানেই সেরার শিরোপা জয় করেন ভারতের নারী ব্রিগেড।

 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজের সোনা জয় :

ভারতের 'সোনার ছেলে' অর্থাৎ নীরজ চোপড়া ফের দেশের নাম উজ্জ্বল করেন ২০২৩ সালেও। ভারতের গর্ব মানেই নীরজ চোপড়ার খবর (Neeraj Chopra News)। প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটে সোনা জিতেছেন নীরজ চোপড়া। চূড়ান্ত পর্বের মেগা ফাইনালে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ইতিহাস গড়েন ‘সোনার ছেলে’। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি। এশিয়ান গেমসেও জারি ছিল তাঁর সোনালি সফর। সেখানেও সোনার পদক উঠেছিল তাঁর গলায়।

প্রথমবার দেশে জি-২০ সম্মেলন :

জি ২০  সামিট ২০২৩ (G 20 summit 2023) আয়োজিত হয় ভারতে। এটিই প্রথমবার ভারতে আয়োজিত জি২০ সম্মেলনের আসর। দিল্লিতে এই সম্মেলনে যোগ দেন তাবড় রাষ্ট্রনেতারা। একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি প্রকাশিত হয়েছে মহাগুরুত্বপূর্ণ ঘোষণাপত্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পরমাণু অস্ত্র ব্যবহার, অন্য দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে সেদেশের ভূখণ্ডে আগ্রাসন চালানো- একাধিক বিষয়ের নিন্দা করা হয়েছে। তবে রাশিয়ার নাম উল্লেখ করা হয়নি এই ঘোষণাপত্রে। আন্তর্জাতিক কূটনীতিতে এই ঘোষণাপত্রকে ভারতের উল্লেখযোগ্য সাফল্য বলেই মনে করা হয়েছে। জি ২০  সামিট ২০২৩ (G 20 summit 2023) ভারতে আয়োজিত হওয়ার ঘটনা দেশের জন্য উল্লেখ্য বিষয়। 

 শান্তিনিকেতনকে স্বীকৃতি ইউনেস্কোর :

২০২৩ সালে ভারতের অর্জন (Achievements of India in 2023) তালিকায় উল্লেখ্যভাবে রয়েছে শান্তিনিকেতন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য (Santiniketan Unesco World Heritage) তকমা। দেশের পাশাপাশি এটি রাজ্যের জন্যও গর্বের ঘটনা। তাজমহল, অজন্তা-ইলোরার গুহার সঙ্গে একাসনে বসেছে বাংলার শান্তিনিকেতন। ২০২৩ সালেই বোলপুরের শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেয় রাষ্ট্রসংঘের শাখা সংগঠন। শান্তিনিকেতন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য (Santiniketan Unesco World Heritage) তকমার ফলক নিয়ে যদিও বা নানান বিতর্কের সৃষ্টি হয়।

 মোহনবাগানের আইএসএল জয়: 

প্রথমবার আইএসএল জিতেছে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ক্লাব মোহনবাগান। টানটান ফাইনালে পেনাল্টি শুট আউটের মাধ্যমে ট্রফি ছিনিয়ে নেয় সবুজ-মেরুন জার্সিধারীরা। ফাইনালে বাগানের বারের নীচ বিশাল কাইথের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে। বেঙ্গালুরুকে মাটি ধরিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরে সমর্থকদের আবেদন মেনে ক্লাবের নাম থেকে ‘এটিকে’ সরিয়ে নেওয়া হয়।

 নাটু নাটুর অস্কার জয়: 

২০২৩ সালের শুরু দিকেই গর্ব 'নাটু নাটু'। বেস্ট অরিজিনাল সং হিসাবে অস্কার পেয়েছে ভারতের নাটু নাটু। গোল্ডেন গ্লোবের মতো সম্মানও গিয়েছে জনপ্রিয় গানটির ঝুলিতে। এম এম কীরাবাণীর সুরে আরআরআর (RRR) ছবির গানটি জনপ্রিয় হয়েছে গোটা দুনিয়ায়। বিদেশি খেলোয়াড় থেকে রাজনীতিবিদ, সকলেই নাটু নাটুর গানের ছন্দে মিলিয়েছেন পা। সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পরে নাতু নাতু গানের জনপ্রিয়তা।

 উত্তরকাশীর উদ্ধার অভিযান:

বছরের শেষের দিকে বেশ কয়েকদিন ধরে গোটা দেশের শিরোনামে ছিল উত্তরকাশীর খবর (Uttarkashi News)।  চার ধাম প্রকল্পে সুড়ঙ্গ কাটতে গিয়ে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। ধস নেমে পাথরের স্তূপের তলায় চাপা পড়ে থাকেন দীর্ঘ ১৬ দিন।  অগার যন্ত্র থেকে শুরু করে বিদেশি সুড়ঙ্গ বিশেষজ্ঞ- সবকিছু ব্যবহার করা হলেও কাজে আসেনা কিছুই। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুশ্চিন্তাও। দিনরাত ধরে চলে উদ্ধারকাজের চেষ্টা। অবশেষে কাজে আসে নিষিদ্ধ র‍্যাট হোল মাইনিং পদ্ধতি। ইঁদুরের গর্ত খোঁড়ার কায়দায় সুড়ঙ্গ কেটে বের করে আনা হয় ৪১ শ্রমিককে। ১৬ দিনের দীর্ঘ লড়াইয়ের এই অধ্যায় ভারতের ইতিহাসে সোনালি অক্ষরে জায়গা করে নিয়েছে। উত্তরকাশীর খবর (Uttarkashi News) এবং উদ্ধারকাজের কাহিনী ছড়িয়ে পরে গোটা দুনিয়ায়।

 ভারতেই তৈরি হবে যুদ্ধবিমান তেজস :

 প্রতিরক্ষা ক্ষেত্রে চলতি বছরে ঐতিহাসিক সাফল্য এসেছে ভারতের। বহুদিন ধরেই আমেরিকা থেকে তেজস যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির প্রযুক্তি চেয়েছিল ভারত। জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিদেশ সফরেই স্বাক্ষরিত হয় প্রযুক্তি হস্তান্তরের চুক্তি। এতদিন পর্যন্ত ফাইটার জেট তেজসের বাকি অংশ ভারত তৈরি করলেও ইঞ্জিন তৈরি হত আমেরিকায়। কিন্তু মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিক ও হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের মধ্যে চুক্তির পর থেকে ইঞ্জিন-সহ গোটা যুদ্ধবিমানই তৈরি হচ্ছে ভারতে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস বিমানে চাপেন স্বয়ং প্রধানমন্ত্রীও।

উল্লেখ্য, উপরোক্ত বিষয় বা ঘটনাবলী ছাড়াও আরও বহু উল্লেখ্য ঘটনা ঘটেছে চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে। বহু ভারতীয় দেশ এবং দেশবাসীকে গর্বিত করেছেন। ছোট-বড় সকলেই দেশের সাফল্য এবং গর্বের কারণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File