পুজোর রেশ কাটতে না কাটতেই শোকের ছায়া নামলো অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জীবনে
Monday, October 18 2021, 2:11 pm
Key Highlightsদুর্গোৎসব সবেমাত্র শেষ হয়েছে তার মধ্যেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জীবনে নেমে এল অন্ধকার। চিরতরে তাঁকে ছেড়ে চলে গেলেন তাঁর পরমাত্মীয় 'দুষ্টু মা'। তাঁর এভাবে চলে যাওয়াটা এখনও বিশ্বাস করতে পারছেন না ঐন্দ্রিলা। নিজের সঙ্গে তাঁর দুষ্টু মায়ের একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, তিনি খুব কাছের মানুষকে হারিয়েছেন। দুষ্টু মা সবসময়ই বলতেন, তিনি ঐন্দ্রিলার কাছ থেকে অনুপ্রেরণা পান, শক্তি পান। দিল্লী থেকে যখন ঐন্দ্রিলা প্রথম কেমো নিয়ে ফিরেছিলেন, তখন দুষ্টু মা তাঁকে বলেছিলেন, তাঁদের জীবন অত সুখের না হলেও তাঁরা লড়াই করে সবকিছুই ছিনিয়ে নেবেন। কিন্তু আর শেষ হল না দুষ্টু মায়ের লড়াইটা।
-  Related topics - 
 - সেলিব্রিটি
 - টলিউড
 - অভিনেত্রী
 - ঐন্দ্রিলা শর্মা
 

 