খেলোয়াড় ও অলিম্পিক্সের সঙ্গে জড়িত সবাইকে চারদিন অন্তর কোভিড টেস্ট করাতেই হবে নির্দেশ জাপান সরকারের
Wednesday, February 10 2021, 3:57 pm
Key Highlightsআগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্স। টোকিও অলিম্পিক্সে খেলতে নামার আগে কিংবা প্রতিযোগিতা চলার সময় কোনও প্রতিযোগীকে আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। শুধুমাত্র প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক খেলোয়াড়কে চার দিন অন্তর কোভিড পরীক্ষা করাতেই হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলেই মাঠে নামার অনুমতি পাবেন খেলোয়াড়রা । জাপান সরকারের তরফ থেকে এমন নির্দেশ এসেছে। মঙ্গলবার জাপান সরকারের তরফে ৩৩ পাতার একটি নির্দেশনামা প্রকাশ করা হয়েছে। তাতে আসন্ন অলিপিক্সে অংশ নেওয়ার জন্য কোয়ারেনটিনে থাকার কোনও প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- জাপান
- করোনা-পরীক্ষা

