কুস্তিতে টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ব্যর্থ হয়েও পদক জয়ের আশা রয়েছে ভিনেশ ফগতের
Monday, August 9 2021, 4:41 pm

বৃহস্পতিবারও টোকিও অলিম্পিকের কুস্তির একাধিক ইভেন্টে নামবে ভারত। মহিলাদের ৫৩ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম মোকাবিলায় দুর্দান্ত লড়ে ৭-১ ব্যবধানে সুইডেনের সোফিয়া ম্যাটসনকে হারিয়ে জয়লাভ করলেও শেষমেশ হেরে গেলেন ভিনেশ ফোগাট। ফলস্বরূপ একটি পদক হাত ছাড়া হল ভারতের। তবে হেরে গেলেও মেডেল জয়ের সম্ভাবনা কিন্তু এখনও একেবারে শেষ হয়ে যায়নি ভিনেশ ফোগাটের। বেলারুশের প্রতিদ্বন্দ্বীর কাছে ৩-৯ এর বড় ব্যবধানে হেরে গিয়েছেন ফলে পদক জয় করতে গেলে ভিনেশকে অপেক্ষা করতে হবে বেলারুশের প্রতিদ্বন্দ্বী ভ্যান্স কালাজিন্সকিয়াইয়ার পারফরমেন্সের জন্য । তিনি ফাইনালে পৌঁছে গেলেই ভিনেশ ফোগাতের জন্য ব্রোঞ্জ পদক এর রাস্তা খুলে যাবে।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক্স
- টোকিও
- ভিনেশ ফগত
- মহিলা কুস্তিগীর
- কুস্তি
- ভারত