RR vs KKR | আজ কেকেআর বনাম রাজস্থান রয়্যালস মহাদ্বৈরথ, আইপিএলের প্রথম জয় জুটবে কলকাতার কপালে?
Wednesday, March 26 2025, 4:47 am
Key Highlightsআজ সন্ধ্যা ৭:৩০এ গুয়াহাটিতে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস হাড্ডাহাড্ডি লড়াই।
আজ সন্ধ্যা ৭:৩০এ গুয়াহাটিতে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস হাড্ডাহাড্ডি লড়াই। আরসিবির কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। ওদিকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে প্রথম ম্যাচে হেরেছে রাজস্থান রয়্যালসও। ফলে আইপিএলের প্রথম জয় ছিনিয়ে নিতে মরিয়া দুই দলই। এই ম্যাচে বাড়তি নজর থাকবে প্রাক্তন নাইট নীতীশ রানার দিকে। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে পারফর্ম করতে তৈরী তিনি। এই ম্যাচেও রাজস্থানকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। কেকেআরকে কিভাবে সামলান এই তরুণ নজর থাকবে সেদিকেও।
- Related topics -
- খেলাধুলা
- ipl
- আইপিএল ২০২৫
- আইপিএল
- গুয়াহাটি
- ক্রিকেট
- ক্রিকেটার
- রাজস্থান রয়্যালস
- কলকাতা নাইট রাইডার্স

