Share Market | সোমবারের 'আঁধার' কাটিয়ে শেয়ার বাজার ফের ঊর্ধ্বমুখী! সেনসেক্স বাড়লো ৬ শতাংশ!

আজ সেনসেক্স ১০০০ পয়েন্টেরও বেশি উঠল। সোমবার সেনসেক্স ৮ শতাংশ পরে গিয়েছিলো, সেখানে মঙ্গলবার নিজের থেকেই ৬ শতাংশ উঠেছে সূচক।
ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাবে সোমবার কার্যত রক্তাক্ত হয় ভারতের শেয়ার বাজার। তবে সেই 'অন্ধকার' কাটিয়ে মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজার স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল ঊর্ধ্বমুখে। আজ সেনসেক্স ১০০০ পয়েন্টেরও বেশি উঠল। সোমবার সেনসেক্স ৮ শতাংশ পরে গিয়েছিলো, সেখানে মঙ্গলবার নিজের থেকেই ৬ শতাংশ উঠেছে সূচক। আজ ক্লোজিং বেলে সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৭৪,২২৭.০৮ পয়েন্টে, গতকালকের তুলনায় যা ১০৮৯.১৬ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ বেশি। এদিকে আজ নিফটি৫০ ক্লোজিং বেলে দাঁড়িয়ে ছিল ২২,৫৩৫.৮৫ পয়েন্টে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার
- সেনসেক্স
- অর্থনীতি
- অর্থনৈতিক