Primary Education System । কচি পড়ুয়াদের চাপ কমাতে প্রাথমিকেও চালু হচ্ছে সেমেস্টার, দেওয়া হবে ক্রেডিট পয়েন্টও
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষার স্তরেও চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। পড়ুয়াদের উপর থেকে চাপ কমাতে এবং পড়াশোনায় উৎসাহ তৈরি করতে চালু হবে ক্রেডিট পয়েন্ট সিস্টেমও।
২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষাস্তরে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহ তৈরি করতে চালু হবে ক্রেডিট পয়েন্ট সিস্টেমও। এদিন প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানালেন, আগামী বছর থেকে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বছরে সেমিস্টার সিস্টেমে দু’বার করে হবে পরীক্ষা। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটি সেমেস্টার এবং জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দ্বিতীয় সেমেস্টার হবে। কচি পড়ুয়াদের উপর থেকে চাপ কমাতে এই রদবদল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।