তৃণমূলের পার্টি অফিস কন্ট্রাক্টরকে ভাড়া! প্রকাশ্যে শুরু হয় তৃণমূলের অন্তর্কলহ।

Thursday, December 21 2023, 2:56 pm
তৃণমূলের পার্টি অফিস কন্ট্রাক্টরকে ভাড়া! প্রকাশ্যে শুরু হয় তৃণমূলের অন্তর্কলহ।
highlightKey Highlights

তৃণমূলের পার্টি অফিস রাতারাতি হয়ে গেল কনট্রাক্টরের কার্যালয়! তৃণমূলের পার্টি অফিস ভাড়া দেওয়া হয়েছে এক কন্ট্রাক্টরকে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগে সরব দলের একাংশ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পঁচেটের ঘটনা। যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত। পঁচেটের তৃণমূল নেতাদের একাংশের অভিযোগ, দলকে না জানিয়েই পার্টি অফিস ভাড়া দেওয়া হয়েছে। অভিযোগ, ভাড়া দেওয়ার ব্যবস্থা করেন দলেরই নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি। নেতাদের একাংশের দাবি, পার্টি অফিস ভাড়া দেওয়ায় ভোটের আগে সাংগঠনিক কাজে ব্যাঘাত ঘটছে। মিটিং-গোপন বৈঠক করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন পঁচেটের তৃণমূল কংগ্রেস সভাপতি নীলমাধব দাস অধিকারী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File