Jiban Krishna Saha | EDর হাতে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা! ফের ফোন ছুড়েও হলো না লাভ!

Monday, August 25 2025, 7:54 am
highlightKey Highlights

শিক্ষক নিয়োগ মামলায় মুর্শিদাবাদের কান্দির বাড়ি থেকে ইডির তদন্তকারীদের হাতে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।


নবম দশম, একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ মামলায় মুর্শিদাবাদের কান্দির বাড়ি থেকে ইডির তদন্তকারীদের হাতে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার কাকভোরে জীবনকৃষ্ণের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছতেই বাড়ির পিছনের দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেন নিয়োগ মামলায় জড়িত তৃণমূল বিধায়ক। কিন্তু তখনই ছুটে গিয়ে কেন্দ্রীয় বাহিনী পাকড়াও করে তাকে। এরপর ২০২৩ সালে CBI এর তল্লাশির সময় মতো ফের নিজের দু’টি ফোনকে পুকুরের দিকে ছুড়ে দেন জীবনকৃষ্ণ। যদিও ফোনগুলি পুকুরের জলে পড়ার পরিবর্তে পাড়েই আটকে যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File