নদিয়ার সহ-সভাপতি পদ থেকে সরানোর পর রানাঘাট পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা পার্থসারথি চ্যাটার্জীর

Thursday, January 28 2021, 10:19 am
highlightKey Highlights

২৫শে জানুয়ারি নদীয়া জেলার তৃণমূল সভানেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্র জেলার সহ সভাপতি পদ থেকে পার্থ সারথি চ্যাটার্জী-কে চিঠি পাঠিয়ে সরিয়ে দিয়েছিলেন। এরপরই বুধবার পার্থসারথি চট্টোপাধ্যায় রানাঘাট পুরসভায় গিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিপুল চক্রবর্তীর হাতে তাঁর রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পদের ইস্তফা পত্র জমা দেন। তিনি বলেন, যেখানে ২৩ তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে তিনি ছিলেন, সেখানে কিভাবে কোনোকিছু না জানিয়ে বাড়িতে চিঠি পাঠিয়ে তাঁকে জেলার সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল। এই ঘটনায় তিনি অপমানিত বোধ করে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে জেলা তৃণমূলের সূত্রের দাবি, বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন পার্থ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File