Tishaa Kumar Death । মাত্র ২০ বছর বয়সে প্রাণ কাড়লো ক্যানসার! প্রয়াত টি সিরিজের কর্ণধারের বোন তিষা কুমার!
Friday, July 19 2024, 10:26 am
Key Highlightsমাত্র ২০ বছর বয়সে ক্যানসার প্রাণ কাড়লো অভিনেতা-প্রযোজক কৃষ্ণ কুমার এবং গায়িকা তনয়া সিংয়ের মেয়ে তিষা কুমারের।
মাত্র ২০ বছর বয়সে ক্যানসার প্রাণ কাড়লো অভিনেতা-প্রযোজক কৃষ্ণ কুমার এবং গায়িকা তনয়া সিংয়ের মেয়ে তিষা কুমারের। সম্পর্কে তিনি টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারের তুতো বোন। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিষা কুমার। জার্মানিতে তিষার চিকিৎসা চলছিল। তবে দীর্ঘ লড়াই করেও ১৮ জুলাই প্রয়াত হন ‘টি সিরিজ’ পরিবারের মেয়ের। টি সিরিজের একাধিক ফিল্ম স্ক্রিনিং কিংবা সিনেমার প্রিমিয়ারে তিষা কুমারকে দেখা যেত। শেষবার রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবির প্রিমিয়ারের রেড কার্পেটে দেখা গিয়েছিল তাঁকে।
- Related topics -
- বিনোদন
- টি সিরিজ
- ক্যান্সার
- ক্যান্সার রোগী

