Tirupati Laddu । তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানো ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
Friday, September 20 2024, 2:05 pm
Key Highlightsতিরুপতি লাড্ডুতে গোরু-শুয়োরের চর্বি মেশানোর অভিযোগে উত্তাল বিতর্ক।
তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুর বিতর্ক এবার গড়ালো সুপ্রিম কোর্টে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু অভিযোগ করেছেন, তিরুপতি মন্দিরের প্রসাদ লাড্ডুতে গোরু এবং শুয়োরের চর্বি মেশানো রয়েছে। এবার এই ইস্যুতে ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ওই মামলা করেছেন এক আইনজীবী। উল্লেখ্য, চন্দ্রবাবুর অভিযোগের পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জগন্মোহন রেড্ডি। বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। হাইকোর্ট তাঁর আইনজীবীকে ২৫ সেপ্টেম্বর একটি জনস্বার্থ মামলা দায়ের করার পরামর্শ দিয়েছে।
- Related topics -
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- দেশ
- ভারত
- মন্দির
- খাদ্য

