খেলাধুলা

Tim Southee | ১৬ বছরের আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের ইতি ঘোষণা করলেন টিম সাউদি

Tim Southee | ১৬ বছরের আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের ইতি ঘোষণা করলেন টিম সাউদি
Key Highlights

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ়টাই কেরিয়ারের শেষ, এটা আগেই জানিয়ে দিয়েছিলেন টিম সাউদি।

১৬ বছরের আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের ইতি ঘোষণা করলেন টিম সাউদি। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ়টাই কেরিয়ারের শেষ, এটা আগেই জানিয়ে দিয়েছিলেন টিম সাউদি। যদিও সিরিজ় জেতা হয়নি তাঁর। পরাজিত ২:১ এ। শেষ ম্যাচে সাউদি নিয়েছেন ১ উইকেট, এরআগে তিনি এক উইকেট পেয়েছিলেন। অর্থাৎ, তিনি শেষ টেস্টে নিলেন দুটি উইকেট। উল্লেখ্য, ২০০৮ সালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়ে নিজের টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন সাউদি। খেলেছেন ১০৭টি টেস্ট ম্যাচে ২০৩টি ইনিংস। তাঁর মোট উইকেট ৩৯১। সেরা স্কোর ৭ উইকেট নিয়ে ৬৪ রানের।