Tigress Zeenat । নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে জিনাত, মানবাজার থেকে পালিয়ে যাচ্ছে মুকুটমণিপুর

Saturday, December 28 2024, 3:40 am
highlightKey Highlights

সকাল থেকে রাত পর্যন্ত বনদফতরের সমস্ত প্রচেষ্টাকেই ব্যর্থ করে বাঘিনি জিনাত পালিয়ে গেল।


শুক্রবার সকাল থেকেই মানবাজার দু’নম্বর ব্লকের ডাঁগরডি বিটের পাঁইসাগোড়া জঙ্গলে জাল পেতে বাঘিনি জিনাতকে ঘিরে রাখে বনদফতর। তবে সব প্রচেষ্টা ব্যর্থ হলো। জাল টপকে আবার পালালো জিনাত। রেডিও কলার বলছে জিনাত চলেছে মুকুটমণিপুরের দিকে। তবে সব জায়গায় রেডিও কলার কাজ করছে না। বাংলার বহু জায়গায় ‘শ্যাডো জোন’ রয়েছে। সেখানে নেটওয়ার্ক কেটে যাচ্ছে। খাবারের লোভ দেখিয়েও খাঁচাবন্দি করা যায়নি জিনাতকে। আতঙ্কের প্রহর গুনছেন মুকুটমণিপুরের গ্রামবাসীরা। তবে এখনো আশাবাদী বাঘ বিশেষজ্ঞরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File