Tiger । ঝাড়গ্রামে ফের বাঘমামার ভয়, বেলপাহাড়িতে হেঁটে বেড়াচ্ছেন দক্ষিণরায়, আতঙ্কে স্থানীয়রা
Sunday, January 12 2025, 1:52 pm
Key Highlightsকয়েকদিনের ব্যবধানে ফের ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক। বেলপাহাড়িতে মিলল পায়ের ছাপ।
ডিসেম্বরেই বাঘিনী জিনাত ঘুম উড়িয়েছিল বাংলা, ওড়িশার বাসিন্দাদের। ফের বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে বেলপাহাড়ির শালজঙ্গলের ভিতরে কাঠ কুড়াতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান কয়েকজন স্থানীয় ব্যাক্তি। পায়ের ছাপের দৈর্ঘ্য ছিল ১৫ সেমি, প্রস্থ ১৪ সেমি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে বনদফতরের কর্মীরা। বাঘের ছাপ কার্যত ঘুম কেড়েছে স্থানীয়দের। আতঙ্কে সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোচ্ছেন না তাঁরা। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

