খেলাধুলা

ODI World Cup 2023 | ৫ই অক্টোবর থেকে শুরু আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩! জুলাই মাসের গোড়াতেই শুরু টিকিট বিক্রি!

ODI World Cup 2023 | ৫ই অক্টোবর থেকে শুরু আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩! জুলাই মাসের গোড়াতেই শুরু টিকিট বিক্রি!
Key Highlights

ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরাও প্রস্তুত হচ্ছেন ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর জন্য। আগামী মাস থেকেই শুরু টিকিট বিক্রি। বাড়িতে বসে অনলাইনেই কাটতে পারবেন টিকিট।

সম্প্রতি ঘোষিত হয়েছে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ (ICC ODI World Cup 2023) এর সূচি। ২০১১ সালের পর আবার ভারতের (India) মাটিতে বসবে মেগা টুর্নামেন্টের আসর। আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেট মহাযজ্ঞ। পাশাপাশি ইডেন গার্ডেন্সেই (Eden Gardens) বিশ্বকাপের সেমিফাইনাল-সহ হবে আরও গুরুত্বপূর্ণ ৫টি ম্যাচ। আসন্ন বিশ্বকাপের সূচি ঘোষণা হতেই বেশ উৎসাহিত ক্রিকেট প্রেমীরা। সবাই অপেক্ষা করেছিলেন কীভাবে টিকিট কাটবেন? দামই বা কত হবে টিকিটের? এবার এই বিষয়ে খবর এলো সামনে!

সূত্রের খবর, আগামী সপ্তাহে অর্থাৎ, জুলাই মাসের প্রথম সপ্তাহেই আইসিসি ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। যদিও এখনও এই বিষয়ে সরাসরি কিছু জানাননি আইসিসি কর্তারা। তবে জানা গিয়েছে, সূচি প্রকাশ করতে দেরি হওয়ায় টিকিট বিক্রির কাজ তাড়াতাড়ি শুরু করতে চায় আইসিসি।

টিকিটবিক্রি ঠিক কবের থেকে হবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও জানা গিয়েছে, টিকিট বিক্রির ব্যবস্থা হবে অনলাইনে। ডিজিটাল টিকিট (Digital Ticket) পাঠিয়ে দেওয়া হবে ক্রেতার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে (Whatsapp)। এরপর ডিজিটাল টিকিটের বার কোড স্ক্যান (Barcode Scan) করিয়ে মাঠে ঢোকার ছাড়পত্র পাবেন দর্শকেরা। উল্লেখ্য, মহামারী কোভিডের (Covid-19) পর থেকেই আইসিসি ইভেন্টের (ICC Events) টিকিট ডিজিটাল করে দেওয়া হয়। এই একই প্রক্রিয়ায় ২০২১ সালের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল (2021 Test World Championship Final) বা ২০২৩ সালের টেস্ট ফাইনালের টিকিট পুরোটাই ডিজিটাল করেছিল আইসিসি।

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian Cricket Board) সূত্রে খবর, বিশ্বকাপের টিকিট ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল করলে নানা রকমের সমস্যা হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, ডিজিটাল টিকিটের ব্যবস্থা করলে কারুর ডিজিটাল টিকিট হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়লে সেটা স্ক্যান করিয়ে যে কেউ মাঠে ঢুকে পড়তে পারেন। ফলে ভারতীয় বোর্ড কর্তারা চাইছেন, অনলাইনে টিকিট বিক্রি হলেও সেটার বিনিময়ে হার্ড কপি প্রিন্ট আউট করার ব্যবস্থাও করা হোক। টিকিট অনলাইনে নাকি অফলাইনে হবে সে বিষয়ে বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে আইসিসি।

এছাড়াও টিকিটের দাম সম্পর্কে এখনও কিছু স্পষ্ট জানানো হয়নি। যদিও সূত্রের খবর, টিকিটের দাম ঠিক করতে কয়েকদিনের মধ্যেই এপেক্স কাউন্সিলের (Apex Council) বৈঠক করবে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)। তবে টিকিট কবে থেকে এবং কোথায় কত দামে বিক্রি শুরু হবে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতেই ক্রিকেট প্রেমীরা হুড়মুড়িয়ে পড়তে চলেছেন বলেই আশা।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের পর আইসিসি ওডিআই বিশ্বকাপের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পেতে চলেছে ইডেন গার্ডেন্স। যার মধ্যে রয়েছে একটি সেমিফাইনাল-সহ ভারত-দক্ষিণ আফ্রিকার (India-South Africa) মতো মোট পাঁচটি ম্যাচ। জানা গিয়েছে, পাকিস্তান (Pakistan) সেমিফাইনালে উঠলে শেষ চারে বাবর আজমদের (Babar Azam) খেলা পড়বে ইডেনেই। সেই সঙ্গে অনেকেই আমদাবাদে ভারত-পাকিস্তান মহারণ (India-Pakistan) ও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (England-Australia), চেন্নাইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) মতো বড় ম্যাচগুলির জন্য টিকিট কাটতে রীতিমতো ছাতক পাখির মতো চেয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা।


Kasba Rape Case | কসবা-কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের! মামলা করলেন আরজিকর ধর্ষণ ও খুন-কাণ্ডে প্রথম জনস্বার্থ মামলাকারী!
Ambani-Adani | হাত মেলালেন আম্বানি-আদানি! একসাথে বেঁচবেন পেট্রোল-ডিজেল-সিএনজি, কপালে ভাঁজ Indian Oilএর
Weather Update | আজ থেকেই বাড়বে বৃষ্টিপাত! আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস!
Ahmedabad Plane Crash | আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যুক্ত হতে চায় রাষ্ট্রসংঘ, প্রস্তাব প্রত্যাখ্যান করলো ভারত!
Election Commission | এক ধাক্কায় ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করলো নির্বাচন কমিশন!
Vehicles Rule | নভেম্বর থেকে পেট্রোল বা ডিজেল পাবে না প্রায় ২ লক্ষেরও বেশি গাড়ি! কেন এই সিদ্ধান্ত?
Axiom Mission 4 Live | পৃথিবীতে কবে ফিরবেন শুভাংশু ও Axiom মিশন ৪-র টিম? জানা গেলো তারিখ!