আবহাওয়া

Weather Update | আগামী ৭২ ঘন্টার জন্য দেশের একাধিক রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বঙ্গেও!

Weather Update | আগামী ৭২ ঘন্টার জন্য দেশের একাধিক রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বঙ্গেও!
Key Highlights

শনিবার পর্যন্ত দেশের একাধিক রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলো মৌসম ভবন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের একাধিক জায়গায় ঝড়, বৃষ্টির সম্ভাবনা।

জামাইষষ্ঠীর দিন গরমের হাত থেকে মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী। এদিন গোটা রাজ্য জুড়ে ঝড়ের সঙ্গে বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর। সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়লেও, বিকেলের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো  হাওয়া বইবে বলেও জানা গিয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল, শুক্রবার ও শনিবারও। কলকাতায় (Kolkata) সকাল থেকে একবার রোদ, একবার মেঘলা আকাশ থাকলেও, হওয়া দফতর জানিয়েছে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শহরে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল বৃষ্টির পরিমাণ বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। সূত্রের খবর, আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) এবং জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং (Kalimpong) সহ পার্বত্য এলাকায়।

পশ্চিমবঙ্গ (West Bengal) ছাড়াও প্রায় গোটা দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন (Mausam Bhavan)। দেশের অধিকাংশ রাজ্যে আগামী ৭২ ঘণ্টার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, পাঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), রাজস্থান (Rajasthan), দিল্লি (Delhi), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), বিহার (Bihar), ঝাড়খণ্ড (Jharkhand), পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই দেশের বেশ কয়েক রাজ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)।

এছাড়াও সিকিম (Sikkim), উত্তর-পূর্ব ভারত ( Northeast India), ওড়িশা (Odisha), অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh), কেরল (Kerala), তামিলনাড়ু (Tamil Nadu), কর্নাটক (Karnataka), আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


Pan 2.0 | প্যান ২.০ প্রকল্পের জন্য বরাদ্দ ১৪৩৫ কোটি টাকা, কী কী সুবিধা পাওয়া যাবে এতে?
Gautam Gambhir | দ্বিতীয় টেস্টের জন্য বিদেশে টিম ইন্ডিয়া, হঠাৎই দেশে ফিরলেন কোচ গৌতম গম্ভীর
Chinmoy Prabhu | গ্রেফতার বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের মুখ তথা ইসকন পুণ্ডরিক ধামের সভাপতি চিন্ময় প্রভু
Adani | ঘুষকাণ্ডে আদানিদের তলব নোটিশ পাঠালো মার্কিন যুক্তাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন
IPL Auction 2025 । চমকের পর চমক ! মাত্র ২ কোটিতেও দল পেলেন না ওয়ার্নার, দ্বিতীয়বার মেগা নিলামে নাম লেখালেন আর্শদ্বীপ
Hemant Soren | ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন জেএমএম নেতা হেমন্ত সোরেন
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo