মাদকপূর্ণ বিদেশি খেলনা! NCB-এর অভিযানে মাদক পাচার চক্রের হদিশ মিললো
Monday, August 9 2021, 4:13 pm

খেলনার ভিতরে মাদক ভরে তা ক্যুরিয়র সংস্থার পার্সেলের দ্বারা বিদেশ থেকে আসছিল কলকাতায়। বেশ কিছুদিন ধরেই এই ব্যাপারে নানা তথ্য পেলেও সঠিক কোনো প্রমান এর নাগাল পাচ্ছিল না নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো-র অফিসারেরা। সঠিক প্রমাণ জোগাড়ের জন্য বিভিন্ন ক্যুরিয়র সংস্থার উপর নজরদারি চালানো হচ্ছিলো। অবশেষে প্রমাণ সমেত হদিশ মিলল ওই মাদক পাচার চক্রের। এনসিবির তরফ থেকে জানা যাচ্ছে ওই মাদক চক্রের পান্ডা শ্রদ্ধা সুরানা নামে এক তরুণী। গ্রেফতার করা হয়েছে তাঁকে এবং যে ক্যুরিয়র সংস্থার পার্সেলে করে মাদক আসছিল, সেটিকেও চিহ্নিত করা গিয়েছে।
- Related topics -
- ক্রাইম
- কলকাতা
- মাদক কাণ্ড
- মাদক পাচার
- গ্রেফতার
- নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো