AAC | একদিনে তিন সোনা! এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উজ্জ্বল ভারতের গুলবীর-পূজা-নন্দিনীরা

Friday, May 30 2025, 5:53 pm
AAC | একদিনে তিন সোনা! এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উজ্জ্বল ভারতের গুলবীর-পূজা-নন্দিনীরা
highlightKey Highlights

শুক্রবার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা ঝুলিতে পুরে ফেললেন ভারতীয় ক্রীড়াবিদরা।


এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪র্থ দিনে শুক্রবার তিন তিনটে স্বর্ণপদক ঝুলিতে পুরলো ভারত। ১০,০০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন গুলবীর সিং। এবার দক্ষিণ কোরিয়াতে ১৩ মিনিট ২৪.৭৭ সেকেন্ডে ৫০০০ মিটার দৌড়ে সোনা জিতে কাতারের আল গারনির রেকর্ড ভেঙেছেন তিনি। হাই জাম্পে ১.৮৯ মিটার লাফিয়ে স্বর্ণপদক জিতলেন পূজা। হেপ্টাথলনে ব্যক্তিগত সেরা পারফরম্যান্সে সোনা জিতেছেন নন্দিনী আগাসারা। তবে ৩০০০ মিটার স্টেপলচেসে রুপোতে সন্তুষ্ট থাকতে হয়েছে পারুলকে। ৪র্থ দিনের শেষে ভারতের সোনা:৮, রুপো:৭, ব্রোঞ্জ:৩।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File