Hooghly | চতুর্থীর রাত বদলে গেলো বিষাদে, ঠাকুর আনতে গিয়ে দুর্ঘটনায় মৃত ৩, আহত ৩
Saturday, September 27 2025, 5:11 am

চতুর্থীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। ঠাকুর আনতে গিয়ে মৃত্যু হল তিনজনের।
হুগলিতে ভয়াবহ দুর্ঘটনা। ঠাকুর আনতে গিয়ে মৃত্যু হল তিনজনের। মৃতদের নাম ভাস্কর দেবধারা (২৯), প্রীতম চক্রবর্তী (৩০) ও স্বপন দে (৪০)। সূত্রের খবর, চতুর্থীর সন্ধ্যায় পোলবার শংকরবাটি বারোয়ারির সদস্যরা ঠাকুর আনতে গিয়েছিলেন। ঠাকুর গাড়িতে তুলে ৬জন সদস্য ওই চার চাকা গাড়িতেই ফিরছিলেন। চন্দননগর রেল ওভারব্রীজ থেকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ইটের দেওয়ালে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। গুরুতর আহত হয়েছে বাকি তিনজন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- হুগলি
- গাড়ি দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- মৃত্যু
- আহত
- দুর্গাপুজো