Puri Jagannath Temple | ‘পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করবে জঙ্গিরা’, মন্দিরের দেওয়ালে লেখা হুমকি বার্তা ঘিরে চাঞ্চল্য!

Wednesday, August 13 2025, 8:52 am
Puri Jagannath Temple | ‘পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করবে জঙ্গিরা’, মন্দিরের দেওয়ালে লেখা হুমকি বার্তা ঘিরে চাঞ্চল্য!
highlightKey Highlights

বুধবার পুরীর জগন্নাথ ধামের হেরিটেজ করিডরের কাছে একটি দেওয়ালে ওডিয়া ও ইংরেজিতে বড় বড় করে লেখা হয়, ‘সন্ত্রাসবাদীরা জগন্নাথ মন্দিরে হামলা চালিয়ে ধ্বংস করে বোর্ডস.


পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে জঙ্গি হামলার হুমকি! জানা গিয়েছে, বুধবার পুরীর জগন্নাথ ধামের হেরিটেজ করিডরের কাছে একটি দেওয়ালে ওডিয়া ও ইংরেজিতে বড় বড় করে লেখা হয়, ‘সন্ত্রাসবাদীরা জগন্নাথ মন্দিরে হামলা চালিয়ে ধ্বংস করে দেবে। এই হুমকি বার্তার সঙ্গে একাধিক ফোন নম্বরও দেওয়া হয়। জগন্নাথ ধামের ঠিক বাইরে ওই জায়গা পরিক্রমা মার্গ নামে পরিচিত। যেখানে হুমকি বার্তা লেখা হয় সেখানে আলোও ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এদিকে লেখাটি নজরে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ, উষ্মা বাড়ে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File