Donald Trump | এবার জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে 'না' ট্রাম্পের, নাগরিকত্ব আইন সংশোধন করবেন প্রেসিডেন্ট
Saturday, June 28 2025, 2:40 am
Key Highlightsআমেরিকার মাটিতে জন্ম নিলেই মার্কিন নাগরিক হতে পারবে, আইনের এই অধিকারের বিরোধিতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় জয়।
প্রেসিডেন্টের চেয়ারে বসেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন আমেরিকার মাটিতে জন্ম নিলেই সে মার্কিন নাগরিক হতে পারবে, এই আইনের সংস্কার প্রয়োজন। দেশের ৩টি আদালতে তাঁর সিদ্ধান্তকে খারিজ করায় সুপ্রিম কোর্টে তদবির করেন তিনি। এদিন মার্কিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, চাইলে প্রেসিডেন্ট নাগরিকত্ব আইন সংশোধন করতে পারেন এবং তাতে জন্মসূত্রে আমেরিকান হওয়ার বিষয়টি বাতিল হতেও পারে। এই রায়ে উচ্ছসিত ট্রাম্প সংবাদমাধ্যমে বললেন, ”আমার দারুণ জয়! সুপ্রিম কোর্টের এই রায়ের জন্য আমি বিচারপতিদের ধন্যবাদ জানাচ্ছি।”

