Matribhumi Local | মাতৃভূমিতে উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও! বড়ো সিদ্ধান্ত রেল কতৃপক্ষের

রেল মনে করছে, যদি মাতৃভূমি লোকালের কিছু কোচ সাধারণ কোচে রূপান্তরিত করা যায়, যেখানে পুরুষ যাত্রীরাও উঠতে পারেন।
বিগত কয়েক সপ্তাহ ধরে শিয়ালদহ ডিভিশনের মাতৃভূমি লোকালে নজর রাখছিলো ভারতীয় রেল। নজরদারির পর রেল জানিয়েছে মহিলা স্পেশাল ট্রেনগুলিতে যথেষ্ট ভিড় হচ্ছে না। ট্রেন ভর্তি হচ্ছে না। এই পরিস্থিতিতে রেল কতৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, মাতৃভূমি লোকালের কিছু কোচ সাধারণ কোচে রূপান্তরিত করা হবে। ফলে পুরুষ যাত্রীরাও উঠতে পারবেন ওই ট্রেনে এবং মহিলাদের যাতায়াতেরও সমস্যা হবে না। শিয়ালদহ ডিভিশনে সবকটি ৯টি কামরার ইএমইউ রেক ১২ কামরার ইএমইউ রেক করা হয়েছে। এবার মাতৃভূমি লোকালে পুরুষ কামরা যোগ করতে চলেছে রেল।