Trump Govt | এবার কোপ স্বাস্থ্য দফতরে, এক ধাক্কায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই ট্রাম্প প্রশাসনের !

স্বাস্থ্য বিভাগে ব্যাপক ছাঁটাই শুরু করেছে ট্রাম্পের প্রশাসন। মঙ্গলবারেই এক সঙ্গে প্রায় ১০ হাজার জনকে ছাঁটাই করা হয়েছে।
গদিতে বসেই বিভিন্ন বিভাগ থেকে বিপুল পরিমানে কর্মী ছাঁটাই শুরু করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। এবার স্বাস্থ্য বিভাগ থেকে এক ধাক্কায় প্রায় ১০ হাজার জনকে ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার থেকেই মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীরা ইমেইলে বরখাস্তের নোটিস পেতে শুরু করেন। তারপরই তাদের একাউন্ট গুলো অফিসের কম্পিউটার থেকে লগ আউট করে দেওয়া হয়। অন্যদের সাথে যোগাযোগের সুযোগটুকুও পাননি তারা। স্বাস্থ্য সংস্থার কর্মী সংখ্যা ৮২ থেকে কমে ৬২ হাজার হতে পারে বলে খবর।