Indian Air Force | শুক্রের রাতে মক ড্রিল ভারতীয় বায়ুসেনার! যুদ্ধ কি আসন্ন?

Saturday, May 3 2025, 3:14 am
highlightKey Highlights

শুক্রবার রাত প্রায় ৯টা থেকে ১০টা এই ‘ল্যান্ড অ্যান্ড গো’ ড্রিল চলে উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার গঙ্গা এক্সপ্রেসওয়েতে।


পহেলগাঁও হামলার পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। এই আবহে শুক্রবার উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার গঙ্গা এক্সপ্রেসওয়েতে চললো বায়ুসেনার মহড়া। মহড়ায় অংশ নিলো রাফায়েল, মিরেজ ২০০০, জাগুয়ার, এএন ৩২ (ট্রান্সপোর্ট এয়ারক্রাফট), এমআই ১৭ হেলিকপ্টার এমনকী সি ১৩০ জে সুপার হারকিউলিসও। শুক্রবার রাত প্রায় ৯টা থেকে ১০টা অবধি এই ‘ল্যান্ড অ্যান্ড গো’ ড্রিল চলেছে। এদিন যুদ্ধবিমানগুলির আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিলো সাধারণ মানুষের। মক ড্রিল দেখতে কাতারে কাতারে লোক জড়ো হয়েছিল রাতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File