RG Kar Case । আর জি কাণ্ডে নয়া মোড়, সেমিনার রুমে হয়নি দুর্ঘটনা! জানালো কেন্দ্রীয় ফরেনসিক টীম
আরজি কর কাণ্ডে মোড় ঘোরানো তথ্য। তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তির চিহ্ন বা প্রয়োজনীয় প্রমাণ তথাকথিত সেমিনার রুমের ঘটনাস্থলে মেলেনি উল্লেখ সিএফএসএল (CFSL)এর রিপোর্টে।
আর জি কর কাণ্ডে এবার মোড় ঘোরানো তথ্য দিলো কেন্দ্রীয় ফরেন্সিক এজেন্সি। ফরেন্সিক ল্যাবরেটরির দেওয়া রিপোর্ট বলছে হসপিটালের সেমিনার রুমে তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তির চিহ্ন বা প্রয়োজনীয় প্রমাণ মেলেনি। গত ১৪অগস্ট (দেহ উদ্ধারের পাঁচ দিন পর) CFSLএর ফরেন্সিক বিশেষজ্ঞেরা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তাঁর ভিত্তিতেই এই রিপোর্ট। রিপোর্ট বলছে, সেমিনার রুমের কাঠের পাটাতনের উপর ওই বিছানা ছাড়া সেমিনার হলে আর কোথাও কোনও দাগ মেলেনি। তাই সিন অফ ক্রাইম নিয়ে সন্দেহ বাড়ছে।