R G Kar | ' চেয়ারের প্রতি ভরসা এখনও আছে, অপেক্ষা করছি ', মুখ্যমন্ত্রীর মন্তব্যে 'হতাশ' হয়েও আশাবাদী জুনিয়র ডাক্তাররা

Thursday, September 12 2024, 5:26 pm
R G Kar | ' চেয়ারের প্রতি ভরসা এখনও আছে, অপেক্ষা করছি ', মুখ্যমন্ত্রীর মন্তব্যে 'হতাশ' হয়েও আশাবাদী জুনিয়র ডাক্তাররা
highlightKey Highlights

নবান্নে ডাক্তারদের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হল না, "চেয়ার" নিয়ে বিবাদ।


মুখ্যমন্ত্রীর সঙ্গে হলো না আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রঙ বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু আশা করি, মানুষ বুঝেছেন, ওরা বিচার চায় না। চেয়ার চায়।’এর পাল্টা জুনিয়র ডাক্তাররা বলেন, ‘চেয়ারের জন্য নয়, চেয়ারে ভরসা রেখেই আমরা আলোচনার জন্য এসেছিলাম। মুখ্যমন্ত্রীর মন্তব্যে আমরা হতাশ। আমরা এখনও আশা রাখছি। এই চেয়ারের প্রতি আমাদের ভরসা এখনও আছে। তাই আমরা অপেক্ষা করছি এখনও।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File