Transgender Ban from Army | মার্কিন সামরিকে জায়গা নেই ট্রান্সজেন্ডারদের! রূপান্তরকামীদের নিয়ে নির্দেশ ট্রাম্প সরকারের!

Saturday, February 15 2025, 12:47 pm
Transgender Ban from Army | মার্কিন সামরিকে জায়গা নেই ট্রান্সজেন্ডারদের! রূপান্তরকামীদের নিয়ে নির্দেশ ট্রাম্প সরকারের!
highlightKey Highlights

মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসেই ডোনাল্ড ট্রাম্প কেবল মহিলা ও পুরুষ লিঙ্গকেই সমর্থনের বার্তা দেন।


মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসেই ডোনাল্ড ট্রাম্প কেবল মহিলা ও পুরুষ লিঙ্গকেই সমর্থনের বার্তা দেন। এবার ট্রাম্পের ঘোষণা, মার্কিন সামরিক বাহিনীতে জায়গা নেই ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরকামীদের। ইতিমধ্যেই এই মর্মে একটি অর্ডারে স্বাক্ষর করে ফেলেছেন তিনি। তাতে বলা হয়েছে, আমেরিকার সেনাতে মহিলা এবং পুরুষ ছাড়া অন্য কোনও সর্বনামের ব্যবহার করা হবে না। এমনকি আমেরিকার সেনায় কর্মরতদের লিঙ্গ পরিবর্তন ও সেই সংক্রান্ত কোনও সুযোগ সুবিধাও আর দেওয়া হবে না বলেই জানায় ট্রাম্প সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File