Vinesh Phogat | 'কোনও ছাড় নেই', অলিম্পিকে ভিনেশের বাতিল নিয়ে মুখ খুললো আন্তর্জাতিক ক্রীড়া আদালত
প্যারিস অলিম্পিকে ফাইনালে প্রবেশ করেও অতিরিক্ত ওজনের জন্য বাতিল করা হয় ভিনেশ ফোগাতকে।
প্যারিস অলিম্পিকে ফাইনালে প্রবেশ করেও অতিরিক্ত ওজনের জন্য বাতিল করা হয় ভিনেশ ফোগাতকে। এরপর ভিনেশ জোড়া রুপোর দাবি জানিয়ে আবেদন করেছিলেন ক্রীড়া আদলতে। তবে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। এবার বিবৃতিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানায় ‘অ্যাথলিটদের ক্ষেত্রে নিয়মটা পরিষ্কার, ওদের ওজনের সীমার মধ্যে থাকতে হয়। প্রত্যেক অ্যাথলিটের জন্য নিয়মটা একই। এক্ষেত্রে কোনও ছাড় নেই, ওজনের ঊর্ধ্বসীমায় কোনও ছাড় নেই।’ অর্থাৎ কুস্তিগীরের বাতিল হওয়ার কারণ হিসেবে ভিনেশকেই দায়ী করলো আন্তর্জাতিক ক্রীড়া আদালত।