New Sex-DeterminationSystems । সংকুচিত হচ্ছে 'ওয়াই' ক্রোমোজোম'! ভবিষ্যতে পৃথিবীতে জন্মাবে কেবল কন্যাসন্তানই! প্রকাশ্যে গবেষণাপত্র
Tuesday, August 27 2024, 1:30 pm
Key Highlights
পৃথিবীতে এমন দিন আসতে চলেছে যখন গ্রহে থাকবে না আর কোনও পুরুষ!
পৃথিবীতে এমন দিন আসতে চলেছে যখন গ্রহে থাকবে না আর কোনও পুরুষ! সম্প্রতি 'প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস' নামক এক জার্নালে বলা হয়েছে, মানুষের 'ওয়াই' ক্রোমোজোম ক্রমশ সংকুচিত হচ্ছে এবং হারিয়ে যেতে চলেছে। তখন পৃথিবীতে পুরুষের অস্তিত্ব থাকবে না। থাকবে শুধু নারী! প্রতি মিলিয়ন বছরে প্রায় ৫টি করে জিন নষ্ট হয়েছে, আর এভাবে চলতে থাকলে শেষ ৫৫টি জিন আগামী ১১ মিলিয়ন বছরে শেষ হয়ে যাবে। তখন পৃথিবীতে হয়তো শুধু কন্যাসন্তানের জন্মই হবে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- পৃথিবী